ঢ্যাম্ কুড়কুড়, ঢ্যাম্ কুড়াকুড়
নতুন জামা ফ্রক দাওনা পরিয়ে
নতুন জামা ফ্রক দাওনা পরিয়ে
নতুন নতুন গয়না যা দিয়েছ গড়িয়ে।
নতুন নতুন গয়না যা দিয়েছ গড়িয়ে।
আজ সবার সাথে আনন্দেতে যাই না বেরিয়ে।
কাঁদছ কেন আজ ময়না-পাড়ার মেয়ে
নতুন জামা ফ্রক পাওনি বুঝি চেয়ে?
কাঁদছ কেন আজ ময়না-পাড়ার মেয়ে
নতুন জামা ফ্রক পাওনি বুঝি চেয়ে?
আমার কাছে যা আছে সব তোমায় দেব দিয়ে।
আমার কাছে যা আছে সব তোমায় দেব দিয়ে।
আজ হাসি-খুশি মিথ্যে হবে তোমাকে বাদ দিয়ে।
ঢ্যাম্ কুড়কুড়, ঢ্যাম্ কুড়াকুড়
PUBLISHERS
Lyrics © Phonographic Digital Limited (PDL), Raleigh Music Publishing LLC, INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED, RALEIGH MUSIC PUBLISHING