আর সিলিং ফ্যানের সাথে ঝুলছে পাপ
আটতলা রেলিংহীন ছাদের থেকে লাফ
সবুজ বাতি জ্বলার আগেই পারাপার
দেয়ালজুড়ে থাকে মিথ্যে ছাপ
ক্ষণিকের স্তব্ধতায় কার কি বলো আসে যায়?
তুমি আমার নাম ধরে আর কভু ডাকবে না পরে
ক্ষণিকের স্তব্ধতায় আমার কি বলো আসে যায়?.. হায়!
মুখ বুজে সয়ে গেছি বহুদিন
প্রস্তুত হাতে নিয়ে কেরোসিন
রাতগুলো ডুবে থাকি হতাশাতেই
কব্জির শিরায় ব্লেডের ক্ষিণ আঁচরে
ডাকে চলন্ত ট্রেন, উরন্ত প্লেন আমায়
ডাকে ঝুলন্ত প্রেম, এ পড়ন্ত বিকেলে
ক্ষণিকের স্তব্ধতায় কার কি বলো আসে যায়?
তুমি আমার নাম ধরে আর কভু ডাকবে না পরে
ক্ষণিকের স্তব্ধতায় আমার কি বলো আসে যায়?.. হায়!
হতাশার চাপে, পরিস্থিতির প্রভাবে
শুনেছি আবার পূণর্জন্ম হয়
কেউ বলে আবারও ঘুম ভাঙার অপেক্ষা
পিছুটান পেছনে ফেলে, কোলাহল থেকে বহুদূরে
গুটিয়ে নিজেকে, শামূকের খোলসে
তোমাদের বৃথা আহ্বানে, সময়ের মিথ্যে প্রলোভনে
স্বার্থহীন মানুষের আত্মঘাতী মনুষত্য